নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ চাষের জমি থেকে বৈদ্যুতিক তার ও একটি পাম্প চুরির অপরাধে এক দলিতকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল সাত জন কৃষকের বিরুদ্ধে। আর গত মাসে ওই দলিতের মৃত্যু হয়। মৃতের নাম এম মল্লেশম। বয়স ৩৯ বছর। বাড়ি সংগারেড্ডি জেলার গুম্মাদিদালা গ্রামে।
সূত্রের খবর, এম মল্লেশম বৈদ্যুতিক তার এবং গোটা পাম্প সেট চুরির জেরে সাত জন কৃষক তাকে ক্ষেতে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন ক্ষেতের কাছে একটি অফিসে নিয়ে গিয়ে আবার প্রচণ্ড মারধর করায় সেখানেই লুটিয়ে পড়েন। মল্লেশমের স্ত্রী মীনা ও দুই সন্তান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন এছাড়া দেহে একাধিক আঘাত ছিল।
মীনা দেবী মল্লেশমের এই মৃত্যুর ঘটনায় সাত জন কৃষকের বিরুদ্ধে তেলঙ্গানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, “কৃষকেরা চাষের যন্ত্রপাতি চুরি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করতে পারতেন। কিন্তু মারধর করা হয়েছে কেন?” পুলিশ অভিযোগের ভিত্তিতে কে মল্লেশ, কে সুধাকর, কে শ্রীনিবাস, এম বীরাপ্পা, কুম্মারি মল্লেশ, ওয়াই সঞ্জীব রেড্ডি এবং কে আনজানেউলুকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছেন।
পাশাপাশি এই গ্রেফতারীর কারণে যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না হয় সেই জন্য গ্রামের পুলিশ পিকেট বসানো হয়েছে।