নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর মানকুণ্ডু স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার পথে সাইকেল সমেত ১ জন ব্যক্তিকে একটি চার চাকা পিষে দিল। মৃতের নাম মধুসূদন বঙ্গ। বয়স ৭৪ বছর। বাড়ি চন্দননগর ২৩ নম্বর ওয়ার্ডের মাখনলাল সরণীতে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মধুসূদনবাবু বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় আত্মীয়র বাড়িতে যাবেন বলে বেরিয়েছিলেন। সেইমতো সাইকেল নিয়ে মানকুন্ডু স্টেশনের দিকে যাচ্ছিলেন। চন্দননগর তেমাথা মন্দিরের কাছে আসতেই পিছন দিক থেকে আসা একটি চার চাকা সুইফট ডিজায়ার গাড়ি তাকে ধাক্কা মেরে উপর দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মধুসূদনবাবুকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে্ন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, মধুসূদনবাবুর পরিবারের তরফে চন্দনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি সহ অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন। পাশাপাশি মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “কয়েকদিন আগেও চন্দননগর পুলিশ কমিশনারেট সেভ ড্রাইভ সেভ লাইভ অনুষ্ঠান করেছে। মানুষ সচেতন না হলে সরকার যতই অনুষ্ঠান করুক কিভাবে হবে?”
Sponsored Ads
Display Your Ads Here