অমিত মহন্তঃ দক্ষিণ দিনাজপুরঃ চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কালদিঘি কৃষিদপ্তরের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর।
পরিবার সূত্রে খবর, বুধবার তিনি কৃষি দপ্তরের কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময় বালুরঘাটের দিক থেকে আসা একজন চিকিৎসকের গাড়ি ওই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। এরপরই সাইকেল চালক ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই ওই ব্যক্তিকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।
https://www.youtube.com/watch?v=ZV8OvkhcV60
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫৮)। তার বাড়ি গঙ্গারামপুর ব্লকের ৮ নম্বর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হামজাপুর এলাকায়। এই দুর্ঘটনায় পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। এর পাশাপাশি বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।