নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বিনয় সাহা মোড় এলাকার ১৫/১২৪ নম্বর বুথের বাইরে দলের ক্যাম্পে বসে অসুস্থ হয়ে এক জন স্থানীয় সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রদীপ দাস। বয়স ৫৮ বছর।
সিপিএম সূত্রে খবর, প্রদীপবাবু বাইরে বসে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এরপর তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কিন্তু এই মৃত্যু ঘটেছে কিভাবে তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি।
সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার জানান, ‘‘তিনি ক্যাম্পে বসে দলের কাজ করছিলেন। ওই সময়েই অসুস্থ হয়ে পড়েন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।’’