নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকালকোচবিহারের শীতলকুচিতে মনোনয়ন জমা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জন সিপিএম প্রার্থীর। মৃতার নাম আয়েশা বিবি। বাড়ি খলিসামারি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা বিবি তার ছেলের স্কুটিতে চেপে শীতলকুচি বিডিও অফিসে খলিসামারি ১৪৫ নাম্বার বুথের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন দ্রুত গতিতে একটি ডাম্পার বাউদিয়া বাজার এলাকায় এসে স্কুটিতে ধাক্কা মারে।
এরপর আয়েশা বিবি ও ছেলে দু’জনেই রাস্তার এক ধারে ছিটকে পড়েন। এতে আয়েশা বিবির মাথায় আঘাত লাগতেই তার দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর ছেলেও সামান্য আহত হয়েছেন। সিপিএম নেতৃত্ব এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। সিপিআইএমের জেলা কমিটির সদস্য সদানন্দ রায় জানান, ‘‘এই দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসন দায়ী।
প্রশাসনকে ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য বার বার বলা হলেও কোনো লাভ হয়নি। ওই এলাকায় যেভাবে ডাম্পার যাতায়াত করে তাতে সাধারণ মানুষের পক্ষে রাস্তায় চলাফেরা করাই বিপজ্জনক হয়ে পড়েছে। আমরা চাই, অতি দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক।’’
এদিকে পুলিশের তরফে প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনা বলে মনে করা হলেও ডাম্পারটিকে আটক করে পলাতক চালকের খোঁজ চালানো হচ্ছে।