নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ গুজরাতের বরোদায় প্রায় তিন বছরের সম্পর্কের পর পারিবারিক অশান্তির জেরে বিষপান করে মৃত্যু হলো যুগলের। মৃতরা হলো ১৮ বছর বয়সী স্নেহা পধিয়ার ও ২১ বছর বয়সী আকাশ চৌহান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্নেহার ১৮ বছর বয়স হলেই দু’জন বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই আকাশ বাড়িতে বিয়ের কথা বলতেই আকাশের পরিবার অমত প্রকাশ করে। আবার স্নেহার পরিবারও আকাশের সাথে বিয়ে দিতে রাজি হয়নি। তাই তারা একসাথে বিষ পান করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর সিদ্ধান্ত অনুযায়ী স্নেহা এবং আকাশ একটি ফাঁকা মাঠে দেখা করে বিষ পান করে। এরপর স্নেহার সেখানেই মৃত্যু হয়। আর আকাশকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে সে চিকিৎসাধীন আছে। পুলিশ খবর পেয়ে ইতিমধ্যে স্নেহা ও আকাশের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here