নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার কেওটা টায়ার বাগানের জেড্ডা মার্কেট এলাকায় এক দম্পতি ক্রেতা সেজে গয়নার দোকানে ঢুকে পুরোনো গয়না বদলে নতুন গয়না গড়ানোর অছিলায় একের পর এক গয়না দেখছিলেন। এরপর দোকানদারের অন্যমনস্কতার সুযোগ নিয়ে একটি নাকছাবির একটি গোছা সরিয়ে ফেলেন। অবশেষে সিসিসিটি ফুটেজ দেখে ‘সস্ত্রীক চোর’কে চিহ্নিত করেন দোকানের মালিক। ডাকা হয় পুলিশ। তার পরেই গ্রেফতার হয়েছেন দুই অভিযুক্ত। অভিযুক্তেরা হাওড়ার মগরার বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, ঘটনাটি গত গত মঙ্গলবার দুপুরের। সে দিন জেড্ডা মার্কেটে একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি। পুরনো গয়না বদল করে নতুন গয়না কেনার কথা বলেন তাঁরা। নানা রকমের গয়না দেখছিলেন। দোকানদার একটু অন্য দিকে নজর দিতেই নাকছাবির একটি গোছা সরিয়ে ফেলেন তাঁরা। তার পরেই গয়না পছন্দ হয়নি বলে দোকান ছেড়ে বেরিয়ে যান দম্পতি। দোকানমালিক বিশ্বজিৎ বৈদ্যর দাবি, ওই দম্পতি দোকান থেকে চলে যাওয়ার পর গয়না গুছিয়ে রাখতে গিয়ে সোনার নাকছাবির গোছা পাননি তিনি। পরে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারেন পুরো ব্যাপার। চুঁচুড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তদন্তে নেমে মগরার গজঘণ্টা থেকে কার্তিক অধিকারী এবং মৌমিতা অধিকারী নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। চুরি যাওয়া কিছু গয়না উদ্ধারও করা গিয়েছে। শনিবার চুঁচুড়া আদালতে হাজির করিয়ে দম্পতিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, সে দিন স্কুটার নিয়ে বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। মোট তিনটি গয়নার দোকানে গয়না বদল করবেন বলে ঢুকেছিলেন তাঁরা। প্রত্যেকটি দোকান থেকে বেরিয়ে যান ‘পছন্দ হচ্ছে না’ বলে। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও কোনও চুরির অভিযোগ রয়েছে কি না, খোঁজ নিচ্ছে পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Here