নিজস্ব সংবাদদাতাঃ চণ্ডীগড়ঃ গতকাল পাঞ্জাবের কপুরথলায় গুরুদ্বারে এলোপাথাড়ি গুলি চালানোর জেরে মৃত্যু হয়েছে ১ জন কনস্টেবলের। আর আহত হয়েছেন ৫ জন।
এই হামলার নেপথ্যে কোনো খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠীর ভূমিকা রয়েছে কি না তা নিয়ে পুলিশকে কিছু জানানো হয়নি। তবে কপুরথলা প্রশাসন সূত্রে খবর, দু’গোষ্ঠীর মধ্যে গুরুদ্বারের দখলকে ঘিরে বিবাদের জেরেই এই গুলিবর্ষণ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কাপুরথলার পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তেজবীর সিং হুন্দাল জানান, ‘‘গুরুদ্বারের দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে আগেই পুলিশকর্মীরা গুরুদ্বারের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। নিহঙ্গ সম্প্রদায়ভুক্ত শিখ গোষ্ঠীরা তাদের উপর গুলি চালায়।’’ ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় দশ জনকে গ্রেফতার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here