নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ১ জন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সাত ঘণ্টা ধরে ওই পুলিশ কর্মী রেললাইনের ধারে পড়েই কাতরালেন। প্রবল বৃষ্টির জেরে কেউ নাকি খেয়ালই করেননি। মৃত কনস্টেবলের নাম অমিত জ্ঞানেশ্বর গোন্দ। আন্ধেরি রেলওয়ে থানায় কর্মরত ছিলেন।
জানা যায়, অমিত জ্ঞানেশ্বর গোন্দ ডিউটি শেষে রাত ১১টা নাগাদ প্রথমে দাদরের ট্রেনে ওঠেন। এরপর সেখান থেকে ডোম্বিভালির ট্রেনে চাপেন। ভিড়ের চাপে ভান্ডুপ ও নাহুর রেল স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। আর মাথায় এবং হাতে গুরুতর আঘাত পান। প্রবল বৃষ্টির কারণে কেউ তাকে দেখতেই পাননি যে রেললাইনের ধারে পড়ে রয়েছেন। অতঃপর সকালবেলা অমিত জ্ঞানেশ্বর গোন্দকে এক জন ব্যক্তি রেল ট্রাকের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর দ্রুত পুলিশের কাছে খবর দেওয়া হলে কুরলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অমিত জ্ঞানেশ্বর গোন্দকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আর সেখানেই তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here