নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ সেলুনের ভেতর এক জন মহিলা কর্মচারীকে যৌন নিগ্রহের অভিযোগে এবার পুলিশ কর্ণাটকের কংগ্রেস নেতা মনোজ কারজাগিকে গ্রেফতার করেছেন।
অভিযোগকারী মহিলার বক্তব্য, “গত শনিবার ওই নেতা সেলুনে আসেন। সেলুন ফাঁকা থাকার সুযোগ নিয়ে তাকে বলপূর্বক জড়িয়ে ধরে চুম্বন করতে চাইলে মহিলা তার বন্ধুকে ফোন করে সাহায্য চান। তখন মহিলার বন্ধু আরো দু’জনকে সঙ্গে নিয়ে সেলুনে এসে মনোজ কারজাগিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই নেতাকে গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে রেখেছেন। কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে, ওই নেতা রাজ্যের এক জন প্রাক্তন মন্ত্রীর আপ্তসহায়ক হিসাবে কাজ করতেন। সেই জন্য কংগ্রেসের নানা কর্মসূচীতে অংশগ্রহণ করতেন।
কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া কংগ্রেসের মুখ্যমন্ত্রী থাকাকালীন মনোজ কারজাগি উত্তর-পশ্চিম কর্ণাটক পরিবহণ নিগমের সভাপতি ছিলেন। রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি এই ঘটনায় কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সাথে মনোজ কারজাগির পুরোনো ছবি দেখিয়ে, তার কড়া শাস্তির দাবী জানিয়েছে।