নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পশ্চিম বর্ধমানের পানাগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে তেল পাচারের অভিযোগে কাঁকসা থানার পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে এক জন কংগ্রেস প্রার্থী। ধৃতের নাম শেখ সাহেব।
সাহেব পঞ্চায়েত নির্বাচনে কাঁকসা ব্লকের মাধবমাঠ এলাকার ৬৪ নম্বর বুথের এক জন কংগ্রেসের প্রার্থী। মনোনয়নপত্রও জমা করেছেন। ইতিমধ্যে কংগ্রেস প্রার্থী গ্রেফতার হওয়ায় রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। এই ঘটনায় কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, “শাসকদল তাদের প্রার্থীকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে। সাহেব নতুন পিক আপ ভ্যান কিনে ব্যবসা করছিলেন। সাহেবের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।” কিন্তু পুলিশ সূত্রে জানা যায়, ওই পিক আপ ভ্যানটিতে তেল পাচার করা হচ্ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
কাঁকসা ব্লকের তৃণমূলের সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্য কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করে দাবী করেছেন যে, “বিরোধীরা প্রার্থী খুঁজে না পেয়ে যাকে তাকে প্রার্থী করেছে। যারা অসামাজিক কাজের সাথে যুক্ত কংগ্রেস তাদের প্রার্থী করেছে।”
Sponsored Ads
Display Your Ads Here