পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ১ জন সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে গতকাল আদালতে হাজির করানো হলে বিচারক ওই সিভিক ভলান্টিয়ারকে পুলিশী হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
জানা গেছে, অতি সম্প্রতি ওই ছাত্রী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছিল। কিন্তু তাকে ওই সিভিক ভলেন্টিয়ার রাস্তা থেকে একটি টোটোয় চাপিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি শ্লীলতাহানি করতে গেলে ওই কিশোরী বাধা দিলে তার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর ওই কিশোরীর পরিবার পাথরপ্রতিমা থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ অভিযোগের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানি, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে।