নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার চাঁচোল থানার অন্তর্গত মালতিপুরে ‘সেন জুয়েলার্স’ নামে একটি সোনার দোকানে ডাকাতি আটকাতে গিয়ে খুন হলেন ১ জন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
স্থানীয় সূত্রের খবর, আট জনের একটি ডাকাতদল চারটি মোটরবাইক নিয়ে ওই সোনার দোকানে সামনে হাজির হয়। এরপর প্রথমে কয়েকটি বোমা ফাটায়। এতে দোকানের মালিক গৌতম সেন সহ কর্মীরা বাধা দিতেই দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায়। ফলে গৌতমবাবু, এক জন কর্মী ও এক জন ক্রেতা গুলিবিদ্ধ হন। তারপর ক্যাশবক্স থেকে নগদ এবং দোকানের সোনা-রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দেয়।
ওই সময় কর্মরত সিভিক ভলেন্টিয়ার কাশিমপুরের বাসিন্দা মমিনুল হক বাধা দেওয়ার চেষ্টা করলে মমিনুলকে গুলি করে খুন করা হয়। চাঁচলের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দুষ্কৃতীরা ঠিক কত টাকা ও গহনা নিয়ে পালিয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। আপাতত ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে। চারিদিকে নাকা চেকিং চলছে।
এলাকার কংগ্রেস নেতা আদিত্যনারায়ণ দাস জানান, ‘‘মালতিপুর জনবহুল এলাকা। জনগণের চোখের সামনেই দুষ্কৃতীরা বোমা ফাটিয়ে এবং গুলি চালিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে ওই সোনার দোকানটি লুঠ করে পালিয়ে গিয়েছে। এতে মালতিপুরের দোকান ব্যবসায়ীরা ভীত। এই পরিস্থিতিতে পুলিশী সক্রিয়তার দাবী জানাচ্ছি।’’