মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ দক্ষিণেশ্বরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। আর আহত হয়েছেন এক জন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনক পরিস্থিতি তৈরী হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রহড়ায় ৬২ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর সূত্রের মাধ্যমে সন্ধান পেয়ে আজ দক্ষিণেশ্বরের একটি হোটেলে ধরতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত গুলি চালালে এক জন সিভিক ভলান্টিয়ার আহত হন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর আহত ব্যক্তিকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতির জন্য পরে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here