নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এলাকার ধুলিয়ান পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার ১ জন যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম ভিকি রজক। পেশায় সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
২০১৫ সালে ভিকির বিয়ে হয়। কয়েক বছর ধরে স্থানীয় এক জন মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে প্রতিদিন স্ত্রীর সাথে মনোমালিন্য হয়। এদিকে প্রেমিকাও স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। ফলে বেশ কিছু দিন ধরে সে মানসিক চাপে ছিল। এদিন মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।
Sponsored Ads
Display Your Ads Hereএদিন পরিবারের সদস্যরা ভিকির দেহ গলায় গামছা জড়ানো অবস্থায় ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখে ঘরের দরজা ভেঙে উদ্ধার করেন। এরপর তড়িঘড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছেন। এর পাশাপাশি পরিবারের সদস্যদের মৃত্যুর কারণ জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।