ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ার ইজেন আগ্নেয়গিরি সংলগ্ন ট্যুরিজম পার্কে চীনের এক জন মহিলা ফোটো তুলতে গিয়ে আগ্নেয়গিরির জ্বালামুখের ভিতরে পড়ে গেলেন। এর জেরে ওই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মূলত এই পার্কটি আগ্নেয়গিরিটিকে ঘিরেই গড়ে উঠেছে। মৃতার নাম হুয়াং লিয়ং।
সূত্রের খবর অনুযায়ী, হুয়াং লিয়ং সাবধানবাণী উপেক্ষা করেই আগ্নেয়গিরিটির একদম শেষ প্রান্তে চলে গিয়েছিলেন। যে পর্যটন সংস্থা হুয়াং লিয়ং ও তার স্বামীকে ইন্দোনেশিয়ায় নিয়ে গিয়েছিল, তাদের তরফে জানানো হয়েছে, ‘‘বার বার ট্যুর গাইড ওই দম্পতিকে সাবধান করেছিলেন। কিন্তু হুয়াং লিয়ং ভালো ছবি তোলার জন্য আগ্নেয়গিরির জ্বালামুখের কাছে পৌঁছে যান। এরপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ৭৫ মিটার উচ্চতা থেকে আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে যান। তারপর প্রায় দু’ঘণ্টার চেষ্টায় তার দেহ উদ্ধারকারীরা উদ্ধার করেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
২০১৮ সালে শেষ বার ইন্দোনেশিয়ার এই ইজেন আগ্নেয়গিরি জেগে উঠেছিল। ওই সময় লাভাস্রোত থেকে স্থানীয়দের রক্ষা করতে বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আহত অবস্থায় ত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বর্তমানে ঘুমন্ত অবস্থায় থাকলেও এই আগ্নেয়গিরিটি থেকে প্রায় প্রতি দিনই খুব অল্প পরিমাণে বিষাক্ত গ্যাস এবং ধোঁয়া নির্গত হয়। কিন্তু তাতেও অবশ্য ইন্দোনেশিয়া প্রশাসন ট্যুরিজম পার্কটি চালু রেখেছে।
Sponsored Ads
Display Your Ads Here