নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ ভারত-নেপাল সীমান্তে ফের একজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হলো।
গতকাল নেপাল-ভারতে প্রবেশের আগে পানিট্যাঙ্কিতে এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়ানের হাতে আটক করা হলে জিজ্ঞাসাবাদ করতেই ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম সেরিং দর্জি। বয়স ২৭ বছর।
ধৃতের কাছ থেকে ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড, চীনা ভিসা, তিনটি ব্যাঙ্কের এটিএম কার্ড সহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ধৃতের কাছ থেকে ভারতীয় ৪০০০ টাকা, আরবের ৫০০ টাকা ও নেপালের ৩৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
ধৃত ব্যক্তির ভারতীয় আধার কার্ডে হিমাচল প্রদেশের ঠিকানা থাকলেও চীনা পার্সপোটে সিচুনের নাম রয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।