নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার উলুবেড়িয়ার জগাছা থানা এলাকায় ৪ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল বৃদ্ধ প্রতিবেশীর বিরুদ্ধে।
জানা গেছে, ৬৬ বছর বয়সী সরাফত আলির বাড়ি উলুবেড়িয়ায় হলেও জগাছা থানা এলাকায় ভাড়া থাকতেন। এদিন প্রতিবেশী এক শিশুকন্যাকে লজেন্স দেবেন বলে বাড়িতে ডেকে যৌন নির্যাতন করেন। এদিকে অনেকক্ষণ থেকে শিশুটির মা মেয়েকে খোঁজাখুঁজি করছিলেন।
সে সময় সরাফতবাবু শিশুটির মুখে চাপা দিয়ে নিজের ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। এরপর খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলে তাকে সরাফতবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে শিশুরটির মা বাড়িতে নিয়ে যান। আর গোটা বিষয়টির আভাস পান।
তারপর সরাফতবাবুর বিরুদ্ধে জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তকে মৌরিগ্রামের মিল বাজারের একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করে হাওড়া আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এছাড়া ওই শিশুটির জেলা হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হয়।