নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ মোবাইলের সিগনাল ধরতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো ১৩ বছর বয়সী আন্দ্রিয়া জাগারাঙ্গা নামের এক কিশোর। ওড়িশার রায়াগাদা জেলার পান্ডরাগুদা গ্রামে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আন্দ্রিয়া অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। গত কয়েকদিন থেকে এলাকায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার জেরে টিলার পাথরগুলি পিছল হয়ে যায়। এমত পরিস্থিতিতে ওই কিশোর ঠিকঠাক মোবাইলের সিগনাল পেতে ওই পিছল টিলার পাথরের উপর উঠতে গিয়েই পিছলে পড়ে প্রাণ হারায়।
প্রসঙ্গত করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন থেকে বিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা চলছে। কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্র গ্রামাঞ্চলের পড়ুয়ারা সমস্যায় পড়েছে।
অনলাইন ক্লাসের ফলে একদিকে যেমন স্মার্টফোন ও ইন্টারনেটের খরচ বহন করাও অনেকের সাধ্যের বাইরে। তেমনি গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবাও ঠিকমতো পাওয়া যায় না। আর যার ফলস্বরূপ প্রাণ হারালো একটি ফুটফুটে প্রাণ। এই ঘটনায় পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।