চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকাল ৭টা নাগাদ এক দম্পতি মোটরবাইক চেপে মেয়েকে বিদ্যালয় নিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। ওই সময় যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে একটি এস-৩১ বাস বাইকটিতে ধাক্কা মারতেই ওই মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়। তবে অল্পের জন্য স্বামী ও মেয়ে প্রাণে রক্ষা পেল। কিন্তু দুর্ঘটনায় মৃতার স্বামী গুরুতর আহত হওয়ায় তাকে ইইডিএফ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এত কিছুর পরেও বরাতজোরে চার বছর বয়সী খুদে মেয়ে অক্ষত রয়েছে। মৃতা বাঘাযতীনের বাসিন্দা দেবশ্রী মণ্ডল। ২৮ বছর।
অন্যদিকে, গতকাল শহরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সন্ধ্যাবেলা ৭টা নাগাদ বড়বাজারে এমজি রোড ক্রসিংয়ের সামনে একটি দ্রুত গতির গাড়ি সাইকেল আরোহী এক জন প্রৌঢ়কে ধাক্কা মারতেই ওই প্রৌঢ়কে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আবার রাতেরবেলা ১০টা নাগাদ ইএম বাইপাসের কাছে একটি সজোরে ছুটে আসা একটি ট্যাক্সির ধাক্কায় নেতাজিনগরের বাসিন্দা এক জন মহিলা এবং এক জন প্রৌঢ় গুরুতর আহত হয়েছেন। এরপর দু’জনকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।