নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার কালিয়াচক থানা এলাকার রাজনগর ঘোষপাড়ায় আঁস্তাকুড়েতে পড়ে থাকা একটি মোবাইলের ব্যাটারীতে বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে ৩ বছর বয়সী সুরজ মণ্ডল নামে এক জন শিশুর। এই ঘটনায় পরিবার সহ সমগ্র এলাকাময় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালবেলা ৬ টা ১৫ মিনিট নাগাদ সুরজ মায়ের সাথে আত্মীয়ের বাড়িতে থেকে ফিরছিল। ওই সময় রাস্তার পাশে একটি আঁস্তাকুড়েতে আগুন ধরে গিয়েছিল। আর ওই আগুন থেকেই বিস্ফোরণ ঘটে একটি মোবাইলের নষ্ট ব্যাটারী ছিটকে এসে শিশুটির গলায় লাগে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর মুহূর্তের মধ্যেই সুরজ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আহত সুরজকে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কালিয়াচক থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিস্ফোরণটি ঘটলো কিভাবে তা খতিয়ে দেখছেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কেউ বিড়ি খেয়ে হয়তো ওই আঁস্তাকুড়ে ফেলেছিলেন। আর তা থেকে আগুন ধরে আঁস্তাকুড়েতে পড়ে থাকা মোবাইলের নষ্ট ব্যাটারীতে বিস্ফোরণ ঘটে।