Indian Prime Time
True News only ....

আচমকা বোমা বিস্ফোরণের জেরে মালদায় আহত ১ শিশু

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার ইংরেজবাজার পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের ডগপুকুর এলাকায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে ১ জন শিশু জখম হয়েছে। আহত শিশুটির নাম বান্টি কুমার মাহাতো। বয়স ৬ বছর। বর্তমানে মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক হইচই পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বান্টি ওই এলাকার একটি চিকিৎসালয়ের বারান্দায় একা একা খেলছিল। আচমকা সেখানে বিস্ফোরণ ঘটে। এরপর এলাকাবাসীরা ছুটে এসে তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই ঘটনার পর থেকে রাজনৈতিক চাপানউতর শুরু হয়ে যায়। এলাকার কাউন্সিলর সুজিত সাহা এই প্রসঙ্গে জানান, ‘‘ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত করছে। আর পুলিশকে বলব, কোনো রাজনৈতিক রং না দেখে দোষীদের গ্রেফতার করুন।’’ অন্যদিকে, বিজেপি বিস্ফোরণ ও বোমা মজুত নিয়ে তৃণমূলের উপর অভিযোগ এনেছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

জেলার দক্ষিণ বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর কটাক্ষ করে বলেন, ‘‘এত দিন আমরা দেখে এসেছি, এমন ঘটনা কালিয়াচকে ঘটতে। কিন্তু ইংরেজবাজারের বুকে বোমা বিস্ফোরণের কথা শুনিনি। এখন যেখানে-সেখানে বোমা মজুত করা হচ্ছে। সেই বোমা ফেটে বাচ্চারা আহত হচ্ছে। যে জায়গায় বোমা ফেটেছে, তার খানিক দূরেই রেললাইন রয়েছে। নিত্যদিন সেখান দিয়ে দূরপাল্লার এবং পণ্যবাহী ট্রেন চলাচল করে। যদি ট্রেন যাতায়াতের সময় ওই বিস্ফোরণ হত, তার পরিণাম আরো মারাত্মক হতে পারত। আর কিছু দিন ধরেই তৃণমূল হুঁশিয়ারি দিচ্ছে যে, তারা এই জেলায় বিরোধীদের রাজনীতি করতে দেবে না। আমাদের সন্দেহ, বিভিন্ন জায়গায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা মজুত করছে। সেগুলো তারা পরবর্তী সময়ে কাজে লাগাবে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored