নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল রাতেরবেলা হাওড়ার পিলখানার ফকির বাগান লেনে ছাদে চোখে রুমাল বেঁধে কানামাছি খেলতে গিয়ে পাঁচ তলা বাড়ির ছাদ থেকে নীচে পড়ে গেল ৯ বছর বয়সী এক শিশু। আপাতত শিশুটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আহত শিশুটির নাম অনীশ কুমার।
পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাদে যে পাঁচিল দেওয়া ছিল তার উচ্চতা অনেক কম। অনীশ খেলা চলাকালীন ছাদের পাঁচিল টপকে নীচে পড়ে যায়। ওই সময় স্থানীয় কয়েক জন যুবক রাস্তার ধারে বসে আড্ডা দিচ্ছিলেন। তারা ওই শিশুটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে পরিবারের সদস্যদের সাথে আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
বর্তমানে অনীশ গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গোলাবাড়ি থানার পুলিশ খবর পেয়ে এই ঘটনাটির তদন্ত শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা সকলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।