নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্মীয়মান একটি বাড়ির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৭ বছর বয়সী এক শিশুকন্যার। আর এক জন মিস্ত্রি সহ দু’জন আহত হয়েছেন। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর নাম তসলিম জেবা খাতুন। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়ার ডল্টন পুর এলাকায় একটি নির্মাণকাজ চলছিল। তখন তসলিম মিস্ত্রীদের কাজ দেখবে বলে ঘরে ঢুকেছিল। আর সেখানে মিস্ত্রীদের অসাবধানতায় একটি বাঁশের খুঁটি ভেঙে গিয়ে তৈরী হওয়া দেওয়াল ধসে ওই শিশুকন্যা গুরুতর আহত হয়। এছাড়া বাকি দু’জন আহত হন। এরপর গুরুতর আহত অবস্থায় তসলিমকে হরিহরপাড়া পড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই মারা যায়।