নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মানিকচক থানার অন্তর্গত বাঙালগ্রামে বৃহনল্লাদের অত্যাচারে না খেতে পেয়ে প্রাণ হারালো এক নবজাতক। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়ায়।
সাধারণত কোনো নবজাতকের খবর পেলেই সেই পরিবারের বাড়িতে বৃহন্নলারা এসে উপস্থিত হয়ে নবজাতকের পরিবারের কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায়ও করেন। আর বৃহনল্লাদের প্রস্তাবে নারাজ হলে তাদের হাতে পরিবারকেও হেনস্থা হতে হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৯ শে অক্টোবর বাঙালগ্রামের বাসিন্দা মাম্পি মাঝি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন। এরপর ওই তিন সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন। বুধবার মাম্পির বাড়িতে স্থানীয় এক বৃহন্নলা এসে উপস্থিত হন। আর ১২০০ টাকার দাবী জানান।
তারপর ওই পরিবারের তরফ থেকে সামর্থ্য অনুযায়ী ৩০০ টাকা দিতে চাওয়ায় বৃহন্নলা তিন ঘণ্টা ধরে শিশুটিকে নিজের কাছে আটকে রেখে জোরে জোরে ঢোল বাজাতে থাকেন। এমনকি মাম্পি ও পরিবারের অন্য সদস্যরা শিশুটিকে খাওয়াতে চাইলেও ওই বৃহন্নলা ছাড়তে চাননি।
পরিবার এবং এলাকাবাসীদের দাবী যে, দীর্ঘক্ষণ মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখে না খেতে দেওয়ায় শিশুটির প্রাণ হারিয়েছে। মানিকচক থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত বৃহন্নলাকে গ্রেফতার করে ঘটনাটির পূরণাঙ্গ তদন্ত শুরু করেছে।