নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ গতকাল বেঙ্গালুরু এইচএসআর লেআউটে আচমকাই নিজের অলক্ষ্যে নিজের সন্তানের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন বাবা। এর জেরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই খুদে শিশু প্রাণ হারিয়েছে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুকন্যার নাম শাইজা জন্নত। বয়স প্রায় দেড় বছর।
জানা গিয়েছে যে, পরিবারটি চান্নাপাতানা এলাকায় এক জন আত্মীয়ের বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরেছিলে। সাথে থাকা সমস্ত মালপত্র নামিয়ে নিয়ে ঘরেও ঢুকিয়েছিলেন। এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে শাইজার বাবা গাড়ি রাখতে চলে যান। কিন্তু ইতিমধ্যেই শাইজা বাবার পিছু নেয়। সে গাড়ির দরজার পাশেই দাঁড়িয়েছিল। তবে ওই ব্যক্তি বিষয়টা খেয়াল না করায় গাড়ি পিছোতেই শাইজা বাবার গাড়ির তলায় পিষ্ট হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে বিষয়টি জানানোর পরেই বুঝতে পারেন যে, তার হাত দিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর তড়িঘড়ি শাইজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় শিশুটিকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা শুরু করা হয়। তবে সব প্রচেষ্টা বিফল করে দিয়ে শাইজার মৃত্যু হয়। আর এই মর্মান্তিক দুর্ঘটনাটি পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ খবর পেয়ে এই ঘটনায় এইচএসআর লেআউট ট্রাফিক পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছে। পুলিশের এক উচ্চপদস্থ অফিসার বলেছেন যে, “আমরা ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারার (গাফিলতির জেরে মৃত্যু) আওতায় মৃত শিশুটির বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গ্রেফতারও করেছি। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়ে যান।”
Sponsored Ads
Display Your Ads Here