নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের দৌসা জেলার বান্দিকুই এলাকার দিল্লি-মুম্বই জাতীয় সড়কের উপর গাড়ি দুর্ঘটনায় মারা গেল ৫ বছর বয়সী সন্তান সহ এক দম্পতির। আর ৫ জন আহত হয়েছে। মৃতরা হলো ৩০ বছর বয়সী সীমা মাকওয়ানা, ৩২ বছর বয়সী হংসমুখ কান্তিলাল মাকওয়ানা ও ৫ বছর বয়সী ছেলে মোহন। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের খবর, পরিবারটি গাড়িতে করে ভস্ম বিসর্জনের জন্য আহমেদাবাদ থেকে হরিদ্বার যাচ্ছিল ৷ ওই গাড়িতে পরিবারের মোট আট জন ছিলেন। এদিন ভোরবেলা উনাবদা গ্রামের কাছে গাড়ির সামনে একটি ষাঁড় চলে আসে ৷ ফলে ষাঁড়টিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার পর কয়েকজন আতঙ্কিত হয়ে গাড়ির বাইরে নেমে দাঁড়ান। আর ওই সময় একটি ট্রাক পেছন থেকে এসে সকলকে পিষে চলে যায়। এর জেরে সীমা, হংসমুখ কান্তিলাল এবং মোহন ঘটনাস্থলেই মারা যান। আর তিন বছর বয়সী দুই জন শিশু সহ আরো পাঁচ জন গুরুতর আহত হন।
বান্দিকুই থানার পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর অ্যাম্বুলেন্সের সাহায্যে আহত সকলকে জেলা হাসপাতালে নিয়ে যান। নিহতদের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনার বিষয়ে নিহতদের পরিবারকে জানানো হয়েছে। তারপর পরিবারের সদস্যরা হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করার পর মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়। আর আহতদের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার পরই লরি চালক লরি ছেড়ে পালিয়ে যান।