নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকাল গভীর রাতেরবেলা কোচবিহারের দুই নম্বর ব্লকের পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত মহিষবাথান এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে খুন হলেন ১ জন জমি ব্যবসায়ী। মৃত ৪৭ বছর বয়সী খারিজা কাকরিবাড়ির বাসিন্দা সুশীলচন্দ্র দাস।
জানা যাচ্ছে, সুশীল বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হলে তাকে জাতীয় সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান। এরপর সেখান থেকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। পরিবারের দাবী, ‘‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জেরেই হয়তো খুন করা হয়েছে।’’
পুলিশ খবর পেয়ে হাসপাতালে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।