নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের ঠাণের রঘুনাথ নগরের এক জন বন্ধকি ব্যবসায়ীর ফোন হ্যাক হওয়ায় অ্যাকাউন্ট থেকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে প্রায় এক কোটি টাকা খোয়ালেন। পুলিশের সাইবার অপরাধ দমন শাখা অভিযুক্ত হ্যাকারের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ভুয়ো সিম ব্যবহার করে এই টাকা হাতিয়েছে। ঘটনার সময় অ্যাকাউন্টের মালিক নেপালে ছিলেন। আর প্রতারিত ঠাণের রঘুনাথ নগরের বাসিন্দা। ওই ব্যবসায়ীর বেসরকারী ব্যাংকের তালাওপালি শাখায় একটি অ্যাকাউন্ট রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আর ওই ব্যবসায়ীর ছেলে অ্যাকাউন্টের লেনদেন নজরে রাখতেন। গত সপ্তাহে তিনি স্ত্রীকে নিয়ে নেপালে গিয়েছিলেন। আর ওই ব্যবসায়ী উত্তরপ্রদেশে নিজের বাড়িতে গিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
তখনই জানতে পারেন মাত্র এক মিনিটের মধ্যে অ্যাকাউন্ট থেকে ৯৯.৭৮ লক্ষ টাকা উধাও। ওই টাকা অনলাইন লেনদেনের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ঠাণে পুলিশ ভারতীয় দণ্ডবিধিতে মামলা দায়ের করে তদন্তে নেমেছেন।
Sponsored Ads
Display Your Ads Here