নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অরাজকতার ছবি প্রকাশ্যে আসছে। এর মধ্যে গতকাল হাওড়ার লিলুয়ার গোশালায় থার্টি এইট বাই ওয়ান পাঠক বাড়ির সামনে ‘ইন্দ্রধনুস আবাসনে’র গেটের সামনে ফের ১ জন ব্যক্তি শুটআউট হলো। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, এদিন ওই আবাসনের ভিতরে একটি জন্মদিনের পার্টি চলছিল। তখন বাইরে রাজেস সিং নামে এক জন ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। তাতে রাজেশবাবুর পেটে গুলি লাগে। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তর হাওড়ার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতির জন্য কলকাতার সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছেন যে, পুরোনো খুনের মামলায় রাজেশবাবুর নাম জড়িয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
রাজেশবাবু অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন। একসময় জেলও খেটেছিলেন। অতএব ওই ঘটনার সাথে এদিনের এই গুলি চালানোর ঘটনার যোগাযোগ আছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছেন। এছাড়া বিশাল পুলিশের বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। পাশাপাশি পুলিশ অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে। মূলত, রাতের পর এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কমে যায়। আর দুষ্কৃতীরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই কাজ করেছে। কিন্তু এই ঘটনার নেপথ্যে আসল কারণ কি তা পুলিশ ভালোভাবে তদন্ত করে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here