নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পূর্ব বর্ধমানের শক্তিগড়ের জোতরামের কাছে দুষ্কৃতীর হামলায় গুলিবিদ্ধ হলেন সোনার দোকানের মালিক। আহতের নাম সদীপ দাস।
জানা গেছে, এদিন সকালবেলা ১১টা নাগাদ বাইকে করে দু’জন দুষ্কৃতী কালো চশমা পরে সদীপবাবুর দোকানে আসে। একজন বাইরে পাহারা দেন। আর অন্যজন ক্রেতা সেজে দোকানে ঢুকে তাকে রিভলভার দেখিয়ে সোনার গহনা লুট করার চেষ্টা করেন। কিন্তু সদীপবাবু জাপটে ধরে বাধা দেওয়ায় ভেতরে থাকা ওই দুষ্কৃতী বুকে গুলি চালিয়ে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর স্থানীয়রা গুলির শব্দ পেয়ে দোকানের সামনে গেলে ওই দু’জন দুষ্কৃতী রিভালবার দেখিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। তারপর সকলের তৎপরতায় সদীপবাবুকে উদ্ধার করে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছান।
Sponsored Ads
Display Your Ads Here