নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জাতীয় সড়কে গাড়ি পার্ক করা নিয়ে ইট দিয়ে পিটিয়ে খুন করা হয় পেশায় দুধ ব্যবসায়ী বরুণ নামে এক যুবককে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, বরুণ একটি ধাবার সামনে নিজের গাড়িটি রেখেছিলেন। কিন্তু গাড়িটি এমন ভাবে দাঁড়িয়েছিল যে তাতে পাশে রাখা গাড়ির দরজা খোলা যাচ্ছিল না। এই নিয়ে দুই গাড়ির মালিকের বচসা শুরু হয়। যা হাতাহাতিতে পৌঁছে যায়। এরপর হাতাহাতি চলাকালীন অপর ব্যক্তি বরুণকে মাটিতে শুইয়ে ফেলে মাথায় ইট দিয়ে বার বার আঘাত করে সেখান থেকে চম্পট দেন।
তারপর বরুণকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গাজিয়াবাদের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বড়োসড়ো প্রশ্ন উঠে গিয়েছে। বরুণের মৃত্যুর পর তার পরিজনেরা থানা ঘেরাও করে এই নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান।
কিন্তু এই ঘটনায় এখনো অবধি পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি। এই ঘটনার পাশাপাশি এলাকাবাসী গাজিয়াবাদ এলাকায় রাস্তার পাশে গজিয়ে ওঠা ধাবায় মদ বিক্রি নিয়েও আপত্তি তুলেছেন। যা পুলিশের নজরদারির অভাবেই ঘটে চলেছে।