রায়া দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গোপন সূত্রে উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার পুলিশ খবর পেয়ে গোপালনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকায় তারক ঘোষ নামে এক জন ব্যবসায়ীর একটি গুদামে হানা দিয়ে দু’হাজার কিলোগ্রাম শব্দবাজি উদ্ধার সহ তারকবাবুকে গ্রেফতার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজার মূল্য সাত থেকে আট লক্ষ টাকা। এছাড়া ওই ব্যক্তি বনগাঁর বিভিন্ন বাজারে বাজি সরবরাহ করেন। দীর্ঘ দিন থেকেই এই ব্যবসা করছেন। কালীপুজোর আগে বনগাঁ সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বাজারে সরবরাহ করার জন্য বাজি কিনে সাতবেড়ের গুদামে মজুত করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
গাংনাপুর থেকে বাজি কেনা হয়েছিল। সমস্তটাই ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনেছিলেন। এদিকে গাইঘাটা থানার পুলিশ ঠাকুরনগর বাজারে হানা দিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করার পাশাপাশি শব্দবাজি মজুত করার অপরাধে দুই জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। আর উদ্ধার হওয়া বাজিগুলোকে নষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here