নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ বেড়েই চলেছে পাকিস্তানিদের বাড়বাড়ন্ত। গতকাল পঞ্জাব সীমান্তে ফিরোজপুরের কাছে এক জন বিএসএফ জওয়ানকে পাক রেঞ্জার আটক করেছে। আটক জওয়ানের নাম পিকে সিং। বাড়ি হুগলী। তিনি ১৮২ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফের কিষাণ গার্ড ইউনিটে কর্মরত ছিলেন। সীমান্তে চাষাবাদ করা কৃষকদের দেখভালের দায়িত্ব থাকেন। পরনে বিএসএফের ইউনিফর্ম ছিল। সাথে সার্ভিস রাইফেলও ছিল।
সূত্রের খবর, এদিন পিকে সিং সীমান্তে টহলদারীর সময় কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় পাশে একটি শেডের নীচে বিশ্রামে যান। কিন্তু ততক্ষণে বেখেয়ালী হয়ে সীমান্ত পার করে পাক ভূখণ্ডে এসে পড়েছেন। এদিকে, পিকে সিংকে দেখা মাত্র পাক রেঞ্জার্সরা আটক করে। তবে ইতিমধ্যেই সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা খবর পেয়ে তৎপরতা শুরু করেছেন। আটারি-ওয়াঘা সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সদের সাথে ফ্ল্যাগ মিটিংও চলছে।