নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার রতুয়া এক নম্বর ব্লকের ভাদো পেট্রোল পাম্প সংলগ্ন রতুয়া চাঁচল রাজ্য সড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ১ মোটরবাইক চালকের। আর গুরুতর আহত হয়েছেন ২ জন।
স্থানীয় সূত্র জানা যায়, গতকাল একজন সাইকেলে করে ও দু’জন বাইকে করে ভাদো স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় আচমকা সাইকেল এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে বাইক চালক ছিটকে পড়ে যান। ঠিক ওই মুহূর্তে দ্রুত গতিতে পণ্যবাহী একটি লরি রতুয়ার দিক থেকে সামসীর দিকে আসছিল। এরপরই ওই বাইক চালক লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান। বয়স ২৪ বছর। বাড়ি রতুয়া এক নম্বর ব্লকের ভাদো অঞ্চলের বিহারী গ্রামে।
পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়রা আহত দুই যুবককে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা সংকটজনক দেখে চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ ঘাতক লরির চালককে গ্রেপ্তার করার পাশাপাশি লরিটিকে থানায় নিয়ে আসে। যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here