রায়া দাসঃ কলকাতাঃ আজ বিমানবন্দরের দিক থেকে এক জন যুবক অ্যাপ বাইকে করে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল। কিন্তু বাগুইআটিতে আসতেই পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা ডিএন ১৬ রুটের একটি বাস সজোরে ধাক্কা মারতেই বাইকে থাকা যুবক ও মহিলা ছিটকে পড়ে। পরে যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মৃতের নাম সৌরভ মজুমদার। পেশায় বাইক চালক।
জানা গিয়েছে, এক জন মহিলা সৌরভের বাইক বুক করে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল। এবার বাগুইআটির নারায়ণতলার কাছে যেতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয় ও বাইকের পেছনের সিটে থাকা মহিলা আরোহীও আহত হয়। এরপর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। আর বাগুইআটি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি আয়ত্তে আনে। তারপর আহতদের উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সৌরভকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here