ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আটক ১ বাংলাদেশি
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বাণেশ্বরজোত এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। ধৃতের নাম নজরুল ইসলাম (৪৫)।
নজরুল তেঁতুলিয়া থানার সিপাহী পাড়ার বাসিন্দা। জানা গিয়েছে যে, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা বাণেশ্বরজোত এলাকায় তিনজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। এর পরেই স্থানীয়দের সন্দেহ হয়। আর স্থানীয়রা একজনকে আটক করতে সক্ষম হন। কিন্তু বাকি দু’জন সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয়। তারপর স্থানীয়রা পুলিশের কাছে খবর দেন।
এই ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপর স্থানীয়রা ওই ব্যক্তিকে ফাঁসিদেওয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। এছাড়া পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে জানতে পারে যে ওই ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। তবে কি ভাবে ওই ব্যক্তি ভারতে এলো পুলিশ তা খতিয়ে দেখছে।
ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।