নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল মধ্যরাতেরবেলা বীরভূমের মুরারই থানার সারদুয়ারি-কনকপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো ২ বছর বয়সী সঙ্গীতা কোনাই নামে এক জন শিশুকন্যার। আর আহত হয়েছে আরো ৩ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়-বৃষ্টির জেরে সারদুয়ারি-কনকপুর গ্রামের বাসিন্দা রোহিত কোনাইয়ের কাঁচা বাড়ি ভেঙে পড়ে। ফলে ওই সময় রোহিত সপরিবারের ঘুমোনোয় দেওয়াল ভেঙে চাপা পড়ায় সঙ্গীতার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া তিন জন আহত হয়েছে। এদের মধ্যে এক জন শিশুও রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আহতদের সকলকে মুরারই ব্লক হাসপাতালে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে। মুরারই এক ব্লকের বিডিও মিঠুন বিশ্বাস জানান, ‘‘আমরা বিষয়টি শুনেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। প্রশাসনিক তরফে যা যা করার আমরা নিশ্চয়ই করব।’’
Sponsored Ads
Display Your Ads Here