মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের মিনাখাঁ থানার চাঁপালি পঞ্চায়েতের গাইন পাড়ায় মামা বাড়িতে বেড়াতে এসে বোমা ফেটে মৃত্যু হয়েছে ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক শিশু ছাত্রীর। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হোসেন গাইন নামে এক জন ব্যক্তির বাড়িতে রান্নাঘরের মাচায় কয়েকটি বোমা রাখা ছিল। আবুর ভাগ্নি সোহানা খাতুন ওরফে ঝুমা নারকেল ভেবে একটি বোমা পাড়তে গেলে সেই বোমা মাটিতে পড়ে ফাটতেই সোহানার শরীর বোমার ঘায়ে ক্ষত-বিক্ষত হয়ে যায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়, এসডিপিও আমিনুল ইসলাম বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। মিনাখাঁ থানার ওসি সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে পুলিশবাহিনীও হাজির হয়। এরপর আহত শিশুটিকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তারপর পুলিশ বাড়িটিতে তল্লাশি চালিয়ে সেখান থেকে আরো বেশ কিছু বোমা উদ্ধার করে বাড়িটি সিল করে দিয়েছেন। পাশাপাশি আবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় পুলিশ পিকেটও বসানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ‘‘আবু এলাকায় তৃণমূলের লোক বলেই পরিচিত।’’
কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতি আইজুল গাজি বলেন, ‘‘আবু হোসেন গাইনের সাথে দলের কোনোরকম সম্পর্ক নেই।’’ তবে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।