Indian Prime Time
True News only ....

গ্রামবাসীদের হাতে গণপিটুনি খেয়ে মারা গেল ১ ভবঘুরে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বুধবার রাতেরবেলা মেদিনীপুরের কাঁথি এক নম্বর ব্লকের বিরামপুট গ্রামের চার জন শিশু টিউশন থেকে বাড়ি ফিরছিল। ওই সময় অভিযোগ ওঠে যে, হিন্দিভাষী এক ভবঘুরে মহিলা ওই শিশুদের অপহরণের চেষ্টা করেন। অতঃপর স্থানীয়েরা ওই মহিলাকে ছেলেধরা ভেবে বেধড়ক মারধর করেন।

ওই সময় এলাকার আরো এক ভবঘুরেকেও সন্দেহবশত মারধর করায় ওই ভবঘুরে মারা গিয়েছেন। এদিকে ওই মহিলা ভবঘুরেও আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আরও মহিলা। স্থানীয় এক জন দোকানদারের কথায়, ‘‘ওই ভবঘুরেদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য বারবার করে বোঝাচ্ছিলাম। কিন্তু কয়েকজন এতটাই উন্মক্ত ছিলেন যে তারা বুঝতেই চাইছিলেন না।’’  

গতকাল স্থানীয় মাজিলাপুট গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্না দাস ওই গ্রামে গিয়ে জানান, ‘‘গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বলেছি। ছেলেধরা বা কোনো অন্যায় কিছু দেখলে পঞ্চায়েত সদস্যকে জানানো অথবা থানায় খবর দেওয়ার পরামর্শ দিয়েছি। কোনো ভাবেই আইন-শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সে বিষয়ে সকলকে সচেতন করা হয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এই ঘটনার পরে কার্যত দু’দিন কেটে গেলেও এখনো অবধি কোনো অভিযুক্ত ধরা পড়েনি। কাঁথির এসডিপিও সোমনাথ সাহা বলেন, ‘‘তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের ধরপাকড়ের চেষ্টা চলছে। এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারণকে নিয়ে একটি ক্যাম্প করা হবে।’’

এদিকে এই ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, ‘‘এত বড়ো ঘটনা ঘটেছে। অথচ কাউকে গ্রেফতার করা যায়নি। আসলে এখন পুলিশ তৃণমূলের নেতাদের কথায় পরিচালিত হন। তৃণমূলের নেতারা বললে গ্রেপ্তার করা হবে।’’ যদিও তৃণমূল নেতৃত্ব এমন ঘটনা নিয়ে বিরোধীদের রাজনীতি না করার জন্য বার্তা দিয়েছে।

অন্যদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবারই বিকেলবেলা ভূপতিনগর থানার অন্তর্গত মাধাখালি এলাকার বাসিন্দা সৃষ্টিধর করণের ১০ বছর বয়সী ছেলে সুমন করণ সাইকেল সারাতে গিয়েছিল নিখোঁজ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে সুমনের তল্লাশি চালিয়ে হেঁড়িয়া বাজার থেকে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন। ইতিমধ্যে পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে করে দিয়েছে। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored