নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার নাজিরগঞ্জে রাস্তার উপর এক জন প্রৌঢ়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে কয়েক জন স্থানীয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের নাম রবি রাই। বাড়ি নাজিরগঞ্জের নেপালি পাড়া এলাকায়।
পরিবারের তরফ থেকে অভিযোগ, এলাকায় প্রায়শই মদ ও জুয়ার আসর বসে। রবিবাবু তার প্রতিবাদ করাতে রাগের বশে খুন করা হয়েছে। এছাড়া তার সাথে অজয় রাই নামে এক জন আত্মীয়ের ব্যক্তিগত শত্রুতা ছিল। তিনিও এই খুনে জড়িত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ এবং ফরেন্সিক দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। এর পাশাপাশি অভিযোগের ভিত্তিতে দুই জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাটি অসামাজিক কাজের প্রতিবাদ করায় খুন না কি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে সাথে এলাকাবাসীদের দাবী অনুযায়ী ওই মদের ঠেক যাতে বন্ধ করা হয় তাও প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে।