ব্যুরো নিউজঃ বাল্য বিবাহ একটি ঘৃণ্য অপরাধমূলক কাজ। আর আজকের এই আধুনিক যুগে এই ঘটনা কখনোই কাম্য নয়। তবে বাংলাদেশের এক ঘটনায় চক্ষু চড়কগাছ সকলের। বাংলাদেশের ফরিদপুরের সদরপুর উপজেলার সতেররশি গ্রামে ১২ বছরের এক কিশোরীর সাথে বিয়ে হলো ৬০ বছরের মহম্মদ ফকির নামের এক বৃদ্ধার। বৃদ্ধটি কিশোরীটিকে গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন।
বাল্য বিয়ের ব্যপারে মেয়ের বাবা মহম্মদ হাবিব পেয়াদা আপত্তি জানালে তার স্ত্রী ফতেমা বেগম গোপনে তার নাবালিকা কন্যাকে বিয়ে দেন। তবে বাড়িতে নতুন জামাই আসতেই প্রতিবেশী সহ বাড়ির আত্মীয়-পরিজনরা সকলেই তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদ ফকির সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মৃত কালু ফকিরের ছেলে। ঘটনাটি জানাজানি হতেই পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনায় জড়িত মহম্মদ ফকির, নাবালিকার মা ও দাদু, দিদাকে গ্রেপ্তার করে।
Sponsored Ads
Display Your Ads Hereঘটনাটি আদালতে তোলা হলে আদালত বাল্য বিবাহের মতো নিকৃষ্ট ঘটনার দায়ে মহম্মদ ফকিরকে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আর নাবালিকার মাকে ছয় মাসের ও দাদু আর দিদাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।