অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতির যথাযথ তদন্ত করতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিচারপতি অমৃতা সিংহ এই মামলার শুনানির দায়িত্ব পেয়েছেন। গতকাল রাজ্য সরকার অমৃতা সিংহের এজলাসে সেই সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। ওই শুনানি আগামী সোমবার হওয়ার কথা। এদিন আরো একটি আবেদন বিচারপতি অমৃতা সিংহের এজলাসে জমা পড়েছে।
প্রাথমিক নিয়োগের মামলাকারী সৌমেন নন্দীর আইনজীবী ফিরদৌস শামিম ও রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আবেদন করে জানান, “কুন্তল ঘোষের চিঠি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তার উপরে শীর্ষ আদালত স্থগিতাদেশ তুলে নিয়েছে। তাই ওই তদন্তের কি অগ্রগতি হয়েছে তা সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হোক।” আগামী সোমবার সেই শুনানিও হবে।