মেষ- সপ্তাহের শুরুতে কর্মস্থলে উন্নতি হবে। চুরি বা ডাকাতির ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। মধ্যভাগে পারিবারিক উন্নতির সম্ভবনা। বাহন ক্রয়ে যোগ রয়েছে। শিক্ষায় সাফল্য আসবে। অন্তভাগে ফিসচুলা জাতীয় শারীরিক সমস্যা হওয়া দেখা দেবে। তবে পারিবারিক বিষয়-সম্পত্তি নিয়ে মা-বাবার সাথে মনোমালিন্যের ফলে মানসিক অবসাদে ভুগতে পারেন।
বৃষ- সপ্তাহের শুরুতে ঋণ পরিশোধের পরিকল্পনায় সাফল্য। কারোর চক্রান্তে দাম্পত্য জীবনে বিবাদের সৃষ্টি। বিষাক্ত প্রাণী থেকে সাবধানতা বজায় রাখবেন। মধ্যভাগে বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে পিতা-মাতার সাথে মতান্তরের ফলে মানসিক কষ্ট হবে। অন্তভাগে অন্ত্র এবং যকৃতের সমস্যায় শারীরিক কষ্ট হবে।
মিথুন- সপ্তাহের শুরুতে বাহন ক্রয়ের যোগ আছে। মূত্রাশয়ে বেদনার ফলে চিকিৎসকের পরামর্শ অতি অবশ্যই নেওয়া উচিত। মধ্যভাগে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রভাবে বিবাদের সৃষ্টি। অন্তভাগে প্রিয়জনের বিয়ে ভাঙার ফলে মানসিক উদাসীনতা দেখা দেবে। আধ্যাত্মিক যোগসাধনে মানসিক শান্তি। হস্তশিল্পে দক্ষতার কারণে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে।
কর্কট- সপ্তাহের শুরুতে সংসারে জটিলতা আসবে। বুদ্ধিমত্তার জেরে আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। মধ্যভাগে কর্মক্ষেত্রে সংস্থার পরিবর্তন হবে। আপাতত গৃহ নির্মাণের কাজ বন্ধ রাখাই ভালো। অন্তভাগে মানহানির সম্ভাবনা রয়েছে আর সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তার জন্য মানসিক অশান্তি থাকবে।
সিংহ- সপ্তাহের শুরুতে বৈষয়িক লোকসান এবং ভুল বোঝাবুঝির প্রবল সম্ভাবনা আছে। পরিবারের কারোর অসুস্থতার ফলে চিন্তা বাড়বে ও আর্থিক ক্ষতির যোগ রয়েছে। মধ্যভাগে কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি পাবে। ভাই-বোনের সাথে পারিবারিক সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে মানসিক শান্তি নষ্ট হবে। বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। অন্তভাগে কাউকে সাহায্য করতে গিয়ে সমস্যা হবে। পারিবারিক ক্ষেত্রে অন্যের সাহায্য নিয়ে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের ব্যবস্থা হয়ে যেতে পারে।
কন্যা- সপ্তাহের শুরুতে বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের ফলে উচ্চতর প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসার যোগ আছে। পরিবারের কারোর বয়সজনিত অসুস্থতার কারণে খরচ বাড়বে এবং কাজকর্মে বিঘ্ন ঘটবে। মধ্যভাগে দাম্পত্য অশান্তি মিটে যাবে। হার্নিয়াজাত রোগের কারণে অস্ত্রপ্রচারের সম্ভাবনা রয়েছে। অন্তভাগে সৃষ্টিশীল জনিত কাজে বাধা আসবে। নিজের বুদ্ধির জেরে শত্রু থেকে মুক্তিলাভ সম্ভব।
তুলা- সপ্তাহের শুরুতে ব্যবসায় বিনিয়োগ করা হলেও কোনো সফলতা আসবে না। বিভিন্ন কারণে খরচ বৃদ্ধি হবে। মধ্যভাগে আত্মীয়-পরিজনদের সঙ্গে কলহের ফলে মানসিক শান্তি বিনষ্ট হবে। অন্তভাগে প্রিয়জনদের বিয়ে নিয়ে কথাবার্তা হবে। কোনো বিষয়ে আশা করলে হতাশাগ্রস্ত হবেন।
বৃশ্চিক- সপ্তাহের শুরুতে নিকট কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তার ফলে কাজকর্ম ব্যাহত হবে যার ফলস্বরূপ মানসিক উদবেগ বৃদ্ধি পাবে। মধ্যভাগে প্রিয়জনদের আচরণে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। কম্পিউটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সফলতা আসবে। অন্তভাগে জিনিস হারিয়ে গেলে ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। পাদদেশে পর্যন্ত যন্ত্রণার কারণে হাঁটাচলায় অসুবিধা হতে পারে।
ধনু- সপ্তাহের শুরুতে পারিবারিক বিষয় সংক্রান্ত মামলার ফল আশানুরুপ হবে। মধ্যভাগে কাজে বাধা আসবে। প্রিয়জনদের বিয়ে ভেঙে যাওয়ায় মানসিক অশান্তির সৃষ্টি হবে। অন্তভাগে পারিবারিক সমস্যার সমাধান হবে। উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যুর সম্ভাবনা আছে।
মকর- সপ্তাহের শুরুতে উচ্চশিক্ষায় সাফল্য আসবে। জমির ব্যবসায় কোনো সাফল্য আসবে না। মধ্যভাগে উপার্জনের নতুন পথ খুলবে। কর্মস্থলে সহকর্মীদের প্রভাবে বাধা আসবে।অন্তভাগে সৃষ্টিশীল কাজে সফলতা আসবে।
কুম্ভ- সপ্তাহের শুরুতে যানবাহন কেনার যোগ প্রবল। জ্বর ও অম্বলের কষ্ট হবে। মধ্যভাগে শিক্ষাক্ষেত্রে এবং গবেষণা সাফল্য আসবে। ঋণ পরিশোধের চিন্তাভাবনা কিছুটা কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। অন্তভাগে খেলাধূলায় সাফল্যের কারণবশত চাকরির সুযোগ আসবে। বিপদে সহায়তা করতে গিয়ে অপদস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন- সপ্তাহের শুরুতে অভিনয় জগতে প্রবেশের সুযোগ আসবে। তবে কোনো কারণে পরিকল্পনা পরিবর্তন হতে পারে। মধ্যভাগে কাজে দায়িত্ব বৃদ্ধি পেলেও নতুন কোনো আর্থিক সঞ্চয় হবে না। অন্তভাগে আত্মীয়-পরিজনদের বিরোধে নতুন কাজে বিঘ্ন ঘটবে। বুকের যন্ত্রণা বৃদ্ধি পাবে।