মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগের তদন্তভার কলকাতা হাইকোর্ট অবশেষে সিবিআইকে (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) দিয়েছে। এদিন সন্দেশখালির ভূমিকন্যা তথা বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখা পাত্র দাবী করেন, “এখনো তৃণমূলের গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।”
রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই বলে জানিয়ে রেখা পাত্র জানান, ‘‘এখনো সন্দেশখালিতে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরী করা হচ্ছে, তাতে লোকে ভোটটাই শান্তিতে দিতে পারবে না। তবে এই পরিস্থিতিতে উচ্চ আদালতের সিবিআই তদন্তের নির্দেশে সাধারণ মানুষ এবার শান্তিতে শ্বাস নিতে পারবেন। আমি চাই, সকলে শান্তিতে থাকুন। ভোটটা যেন বসিরহাট কেন্দ্রের সকলে শান্তি মতো দিতে পারেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি এও বলেন, ‘‘এতদিন তৃণমূলকে পাশে পাইনি। সিপিএমকেও পাশে পাইনি। অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা হলে মহিলাদের সুবিধা হবে। শুধু বিজেপিরই কেন, সকলেরই নতুন ব্যবস্থায় ভালো হবে। প্রিয়ঙ্কা টিবরেওয়াল পাশে আছেন। নিশ্চয় মানুষকে সাহায্য করব। আর এবার সন্দেশখালিতে ভোট লুটের চেষ্টা হলে স্থানীয় মহিলারাই রুখে দেবেন। তারা আবার ঝাঁটা-লাঠি হাতে তুলে নেবেন। বাংলার মেয়েরা জানেন, অসম্মানের বিরুদ্ধে লড়তে হয় কিভাবে, হাতে তুলে নিতে হয় কি কি?’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, এদিন সন্দেশখালির বাদশা শাহজাহান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে।’’ পাল্টা রেখা পাত্র এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘কখনো এই রকম দুষ্কৃতী দেখিনি। এত অত্যাচারের পরেও এগুলো বলে কী করে? লজ্জা করে না শাহজাহানের? এখন বাঁচার জন্য এসব বলবে। বলুক।’’
Sponsored Ads
Display Your Ads Here