জলপাইগুড়িঃ ২০২১ এর লোকসভা নির্বাচন যতো এগিয়ে আসছে ততোই বাড়ছে রাজনৈতিক শোরগোল। আজ সকালেই মালবাজার পুরসভা এলাকায় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মালবাজার পুরসভা এলাকায় মোট ছ’টি জায়গায় এই পোস্টার গুলো লাগানো হয়েছে।
আর এই দুটি পোস্টারে লেখা রয়েছে “আমরা দাদার অনুগামী। দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, সততার প্রতীক রাজীব ব্যানার্জ্জী জিন্দাবাদ”।
সকালে এই পোস্টার দেখে মনে করা হচ্ছে রাতের অন্ধকারেই মনা ঘোষের অনুগামীরা এই পোস্টারগুলি লাগিয়েছে। তবে এই পোস্টার লাগানোর ঘটনায় তৃণমূল বিজেপিকেই দায়ী করেছে।বিজেপি সম্পূর্ণ ঘটনাকেই অস্বীকার করেছে। কিন্তু এই পোস্টারকে ঘিরে জল্পনা তুঙ্গে রয়েছে।