নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের নাম নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপির আইনজীবীকে পাঠানো হলো।
অপরূপা পোদ্দার শুভেন্দু অধিকারী এবং তরুণজ্যোতি তিওয়ারির বিরুদ্ধে শ্রীরামপুর থানায় একটি অভিযোগও করেছেন। বিজেপি এই পদক্ষেপের কড়া নিন্দা করেছেন। অপরূপা পোদ্দার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানান, ‘‘রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপির ওই আইনজীবী নেতা অপরূপা পোদ্দারের নামে ভুয়ো চিঠি নেটমাধ্যমে ছড়িয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন।
চিঠিতে লেখা আছে, তিনি নাকি নিয়োগ দুর্নীতিতে যুক্ত। অপরূপা পোদ্দার এই চিঠির সত্যতা সম্পর্কে সন্দিহান। এটাকে চ্যালেঞ্জ করে মানহানির নোটিশ পাঠানো হয়েছে। অবিলম্বে শুভেন্দু অধিকারী এবং তরুণজ্যোতি তিওয়ারি ক্ষমা না চাইলে আদালতে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে।’’
অপরূপা পোদ্দার এই প্রসঙ্গে জানান, ‘‘শুভেন্দু’দা ও তরুণজ্যোতি’দাকে সম্মান দিয়েই বলছি, আপনাদের বিরুদ্ধে কেস করলাম। শ্রীরামপুর থানাতেও অভিযোগ করলাম। এবার আসল তথ্য সামনে আনুন। আদালতে দেখা হবে।’’ এই বিষয়ে নিয়ে চন্দননগর কমিশনারেটের ডিসি (শ্রীরামপুর) অরবিন্দ আনন্দ বলেন, ‘‘এই বিষয়টি নিয়ে একটি জেনারেল ডায়েরী করা হয়েছে’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
নাটাবাড়ির প্রবীণ বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এই বিষয়ে বলেছেন, ‘‘যে সাংসদ বিরোধী দলের নেতাকে ন্যূনতম সম্মান না দেখিয়ে তুইতোকারি করে অসম্মান করতে পারেন, তাঁর পক্ষে যে কোনো ধরণের অন্যায় করা সম্ভব। অভিযোগ যখন উঠেছে তখন বিচার আইনত হবে।
কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট কোম্পানী লিমিটেডের প্রকৃত চেহারা রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে পারায় বাংলার মানুষের সমর্থন তাঁর প্রতি দিন দিন বাড়ছে। ফলে যতই অসম্মানজনক কথাবার্তা বলুন এবং মামলার হুমকি দিন তাতে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তায় কোনো ভাটা পড়বে না। বরং তা দিন দিন বাড়বে।’’
তরুণজ্যোতি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘আফরিন আলি ম্যাডাম, আপনার নোটিশ পেলে উত্তর নিশ্চয়ই দেব। এর আগে সিবিআইকে উত্তর দেওয়ার জন্য তৈরী হন। আর সংস্কৃতির কথা আপনার বা আপনার পরিবারের কারোর মুখে মানায় না। এখনো আপনার স্বামীর সেই বিখ্যাত ভিডিয়োটা সংবাদমাধ্যমে খুঁজলেই পাওয়া যাবে। নারদা নিয়ে না হয় নতুন করে না-ই বা বললাম।’’