রাজস্থানঃ পিতা-মাতার পরে শিক্ষকই হলেন প্রধান গুরু। তিনি শুধু শিক্ষাই দেন না তার পাশাপাশি সংস্কারও দেন। কিন্তু এবার রক্ষকই হয়ে উঠল ভক্ষকের ভূমিকায়। আর এই শিক্ষকেরই পাশবিক আচরণের শিকার হলো রাজস্থানের আলওয়ার জেলার নিমরানা এলাকার সরকারী বিদ্যালয়ের এক ছাত্রী।
নিমরানা বিদ্যালয়ের ৪৫ বছর বয়সী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক দেবপ্রকাশ যাদব প্রায়শই ছাত্রীদের সাথে অশালীন আচরণ করতেন। অসম্মানজনক ভাবে তাদের স্পর্শ করতেন এমনকি অনেক ছাত্রীকে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত করতে জোর করেন আর তা না করলে পরীক্ষায় পাশ না করানোর হুমকিও দেন।
সম্প্রতি ওই বিদ্যালয়ে ব্লক এডূকেশন অফিসার সার্ভে করতে যাওয়ায় তাঁর কাছেই পুরো বিষয়টি জানায় ছাত্রীরা। ফলস্বরূপ রাজ্যশিক্ষা দপ্তর ছাত্রীদের করা অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। পুলিশ তাকে আটক করে শনিবার স্থানীয় পসকো আদালতে পেশ করলে আদালত তাকে আগামী ২ রা জানুয়ারী পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তার এই কুরুচিকর কাজে ক্ষূব্ধ সমস্ত অভিভাবক সহ সমগ্র স্কুল কর্তৃপক্ষ।