নদীয়াঃ গতকাল রাতে নদীয়ার সত্যনারায়ন মন্দির থেকে ঠাকুরের লক্ষাধিক টাকার গয়না লোপাট করা হয়। ঘটনাটি ঘটে শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাগদিয়া বড় জিরাকুড় অঞ্চলে।মন্দিরটি 34 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত।
পথ চলতি মানুষেরা যেতে আসতে মন্দিরে প্রণামী দেয়। তাই মন্দিরের প্রণামী বাক্স দিন সাতেক বাদে বাদে খুলে জমা অর্থ ব্যাংকে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে সত্যনারায়ন ঠাকুরের কপালে সোনার টিপ, তিলক, গলার হার সহ বিভিন্ন অলংকার ও আলমারিতে রাখা বাসনপত্র এবং নগদ হাজার দশেক অর্থ চুরি হয়ে গেছে। তারপরই তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মন্দিরের এক পাশের গ্রিল ভেঙে মূল মন্দিরে প্রবেশ করে সমস্ত লাইটের সুইচ অফ করে সারারাত লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা। এই নিয়ে ৩৫ বছরের পুরোনো এই মন্দিরে পরপর তিনবার চুরির ঘটনা ঘটলো। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এক্ষেত্রে তাই প্রশাসনের কাজের ভূমিকা নিয়ে যথেষ্ট গাফিলতির ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।