নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার দাশনগরের নেশামুক্তি কেন্দ্রে এক জন রোগীকে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার মালিক সহ মোট ৬ জন। কিন্তু নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছিলেন, “রোগীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।”
জানা গিয়েছে, ৪০ বছর বয়সী বাউড়িয়ার বুড়িখালি এলাকার বাসিন্দা শুভজিৎ ঘরামি নামে এক জন যুবককে ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। তবে গতকাল মৃত্যু হলে শুভজিৎ এর পরিবারের তরফে পুলিশের কাছে ওই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই নেশামুক্তি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতেই তাকে হাত-পা বেঁধে মারধর করার ছবি ধরা পড়েছে। এরপর গতকালই ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক কুমার মিত্র সহ ছ’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পেরেছে যে, ওই নেশামুক্তি কেন্দ্রে নেশাগ্রস্তদের কিছুটা সুস্থ হওয়া রোগীদের দিয়ে চিকিৎসা করানো হত। শুভজিৎ এর ক্ষেত্রেও তাই হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here